Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মাইজচর

      কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন। কালের  স্বাক্ষী বহনকারী মেঘনা ও ঘোড়াউত্রা নদী তীরে গড়ে  উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মাইজচর ইউনিয়ন। উপনিবেশ আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। কাল পরিক্রমায় আজ মাইজচর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ২২ব বর্গ কিঃমিঃ(প্রায়)

গ) লোকসংখ্যা– ১৬,৬১৯ জন।

গ) ভোটার সংখ্যা- ১০,০৫৮ জন। (পুরুষ ৫০৯৬ ও মহিলা ৪৯৬২ জন)

ঘ) গ্রামের সংখ্যা– ১০টি।

ঙ) মৌজার সংখ্যা– ০৬টি।

চ) হাট/বাজার সংখ্যা-০১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা ও নৌকা।

জ) শিক্ষারহার– ২২%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, (নির্মানাধীন)

    মাদ্রাসা- ০২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ মহসিন মিয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ঠ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন।২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ৮জন।