Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

নদী পথঃ নৌকাই হল মাইজচরের প্রধান বাহন। ছোট বড় আকৃতির ছইওয়ালা নৌকা, গয়না নৌকা, পাল তোলা নৌকা চলাচল করে। যাত্রী ও পণ্যবাহী নৌকা দিলালপুর ঘাট হতে মাইজচর, বাহেরবালী, পুরাকান্দা হয়ে অষ্টগ্রামে চলাচল করে।কয়েক দশক আগেও এখান থেকে ষ্টীমারে কলকাতাও যাওয়ার ব্যবস্থা ছিল। ব্রিটিশ আমলে মেঘনা ও ঘোড়াউত্রা নদীতে লঞ্চ ও ষ্টীমার সার্ভিস চালূ করা হয়ে ছিল।

 

স্থল পথঃ মাইজচরে স্থল পথে পায়ে হেটেই চলাচল করতে হয়। মনোরম দৃশ্য আর বিস্তৃর্ণ হাওর দেখতে দেখতে সহজেই গন্তব্যে যাওয়া যায়।